পূর্ব গগনে উঠিল ঊষা।
পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালো আমার ছোট বোন তৃষা।
রাস্তার মোড়ে দেখা যায় নববর্ষের আল্পনার আঁক।
আসিলো পহেলা বৈশাখ।
তৃষা খাইবে না সবজি শাক।
তৃষা করেছে আমায় নালিশ,
খাইবে পান্তা ইলিশ।
যাইবে বৈশাখি মেলায়,
দুলিবে নাগর দোলায়।
পদ্মার নাই যৌবন,
ইলিশের নাই প্রজনন।
ইলিশ হলো জাতীয় মাছ,
কিনিতে পারলাম না একটুকরো আঁশ।
বৈশাখি বরণ শাড়ি পড়ে,
তৃষা ঘুরে বেড়ায় মন খারাপ করে।
অবশেষে তৃষা খেল পান্তা,
পিয়াজ, মরিচ, আলু ভর্তা।
তৃষার যাওয়া হলো না বৈশাখি মেলায়,
দোলা হলো না নাগর দোলায়।
তৃষা আমার আদরের ছোট দি,
মনের স্বাদ মনে করিলো সমাধি।
স্বাদ আছে স্বাধ্য নাই,
নিম্নবিত্তের অস্তিত্ব নাই।
নিম্নবিত্তের অভিশাপ,
এ যেন মহাপাপ।