খুব খ্যাতিমান কবি তোমরা,
ফেসবুকেতে  ফলোয়ার ঢের।
সরকারি আনুকূল্যের জন্য,
লাভজনক চেয়ারের জন্য,
লোভনীয় পদকের জন্য,
স্তবকতার ঘন বমন
উদগীরণ করতে থাকো সদা।
অন্যদিকে যা ঘটে ঘটুক-
রাজ-পথ রক্তে লাল হোক,
ফুট-পাতে হত্যা করা হোক
আগামীর শুভ স্বপ্নগুলো।
বিশিষ্ট শব্দ সৈনিক তোমরা,
রাষ্ট্রীয় সভায় থাকো সদা।
সুরম্য অট্টালিকায় বসে,
টিভি ও খবরের কাগজে
হিংস্র দানবীয় হাসি দেখে,
প্রেমিকার বুকে মাথা রেখে
অপরূপ শ্রাবণধারা দেখ,
প্রেমের কাব্য লেখ অজস্র।
আর জেগে চোখ বুজে থাকো-
অধিকার প্রতিষ্ঠার যুদ্ধে
মিছিলের অগ্রে ছেলেটির
লাশ ভেসে উঠুক নদীতে ।


কবি তোমরা কার উত্তরসূরী?
না নজরুলের না  সুকান্তের !


১০ মাত্রার অমিল অক্ষরবৃত্ত