মুখোশের আড়ালেই মানবের অবয়ব,
চেতনার বাগিচায় পেঁচাদের কলরব !
মানুষের হাসিরূপ হায়েনার শুনি ডাক,
অভিনয় দেখে সব হতে হয় হতবাক !
সততার পচালাশ অভিজাত প্রাতরাশ !
নাসিকায় শুধু পাই বিবেকের পোড়া বাস !
শাসকের মনোভাব নাগরিক যেন দাস ,
অনাচার অবিচার সারাক্ষণ ত্রাসে বাস !
পেতে কান শোনা যায় জনতার বোবানাদ!
পচনের গলনের নেই আর কিছু বাদ ।
চারিদিক হাহাকার নেই জোর প্রতিবাদ ,
কলিজায় ঝরে খুন বুঝি এই ভাঙে বাঁধ !
প্রতিবাদ করলেই হবে মার- কারাবাস
নিরবেই সয়ে যায় বুকে ক্ষত-হাহুতাশ !
প্রজা সব অসহায় নেই যেন অধিকার ,
শোণিতের বিনিময় বুঝি এই স্বাধিকার ?


(মাত্রাবৃত্ত ছন্দে রচিত)