রক্তনদীবক্ষে জেগে উঠেছে আশার চর,
সেখানে জেগে উঠা সদ্য সবুজ অরণ্যে
দাঁপিয়ে বেড়াচ্ছে বুভুক্ষা উফশি মুখ সব।
বিবেক নিলামে তুলে ওদের পেট ফুলে ফেঁপে উঠে!
আমজনতার কপালে লেপ্টে থাকে ক্ষুধা-দারিদ্রের তিলক!