কবি হাবিবুর রহমান হাবিব - পাতা ২

 কবি হাবিবুর রহমান হাবিব
জন্ম তারিখ ৩০ অগাস্ট
জন্মস্থান চাটমোহর, বাংলাদেশ
বর্তমান নিবাস চিরইল চাটমোহর, পাবনা
পেশা কবি সাহিত্যিক ও সাংবাদিক।
শিক্ষাগত যোগ্যতা অনার্স ও LLB অধ্যায়নরত
সামাজিক মাধ্যম Facebook  

কবি পরিচিতিঃ-কবি হাবিবুর রহমান হাবিব পিতা মোঃ মতিউর রহমান।মাতা মোছাঃ নাজমা খাতুন।কবি২৮ শে নভেম্বর ১৯৮৮সালে বৃহত্তর পাবনা জেলার চাটমোহর থানার চিরইল গ্রামে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনের হাতেখড়ি হয় নিজ গ্রাম"চিরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১০সালে এস,এস,সি পাশ করেন"চাটমোহর রাজা চন্দ্রনাথ বাবু শুম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় হতে।২০১২ সালে"চাটমোহর সরকারি অনার্স কলেজ"হতে মানবিক বিভাগ হতে আই,এ,পাশ করেন।ও রাষ্ট্রবিঞ্জান বিভাগে বি,এ,পাশ করেন,এবং বর্তমানে মাসটার্স এ অধ্যায়ন,সহ"বাংলাদেশ সাব রেজিস্ট্রার অফিসে" কর্মরত আছেন। এছাড়া তিনি ছোট বড় মেডিকেল আর.এম.পি.ট্রেনিং করেছেন।তিনি২০১০ সাল থেকে লেখালেখি শুরু করেন।তাঁর উল্লেখযোগ্য বই সমূহ হলো"নিদ্রিতা" স্বপ্ন ছোঁয়া" জানি তুমিও কাঁদবে(একক) উদীয়মান কবি"সবুজ পাতার খামের ভেতর হেমন্তের চিঠি, করুনা করে হলেও চিঠি দিও"(যৌথ) শতকাব্য(যৌথ)এসো ছড়া শিখি(যৌথ)সংগ্রামী চেতনা" (যৌথ)। এছাড়া তিনি দৈনিক সোনালী সময়,দৈনিক ভোরের স্টাফ রিপোর্টার।কবি"জীবনানন্দ সন্মাননা ও সেরা লেখক,সহ সাহিত্য অঙ্গনের অনেক সম্নাননা অর্জন করেন। তিনি "বন্ধু পাঠাগার"ও"শ্রোতাক্লাব প্রতিষ্ঠিত করেন।

কবি হাবিবুর রহমান হাবিব ২ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে কবি হাবিবুর রহমান হাবিব-এর ৫৫টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
২৩/২
২২/২
২০/২
১৮/২
১৭/২