তুমি যদি হও বসন্তের ঝরা ফুল
আমি হবো সে ফুলের বৃক্ষ কূল।


তুমি যদি হও নীল আকাশে রৌদ্র ছায়ার খেলা
আমি হবো সে আকাশে সাদা মেঘের ভেলা।


তুমি যদি হও আমার নীরব কবিতা লেখা
তাহলে আমি শব্দ হয়ে দেবো তোমায় দেখা।


তুমি যদি হও আমার স্বপ্নের ঠিকানা
আমি  হবো সে স্বপ্নের ইচ্ছে ডানা।


তুমি যদি হও সন্ধা রাতের একলা জোনাক পোকা
আলো হয়ে সেখানেও আমি দেবো তোমায় দেখা।


(রচনাকাল ২০২৩ লাইব্রেরীতে বসে)