ক্ষীপ্ত সব প্রকৃতির প্রাণিকূল,
হিংস্রতার বিষ ছড়াতে সর্বদা ব্যাকূল


স্বার্থের কাছে সব মেনেছে যে হার,
দেবেনা কেউ বিপদে এতোটুকু ছাড়!


বিপদে বলে সবে রক্ষা করো মোরে হে প্রভু,
বিপদ চলিয়া গেলে প্রভুর নানটা লয়না যে কভু।


ক্ষীপ্ত এই প্রকৃতিটা করতে হলে শান্ত,
স্বার্থ ছেড়ে বাড়াতে হবে ভালোবাসার সীমান্ত।


চাইবো মোরা পৃথিবীর শান্ত সুন্দর আকৃতি,
পাবে তবে প্রাণ ফিরে ক্ষীপ্ত এই প্রকৃতি।।