সে যে এখন ঘুমের ঘোরে খুব জালাতন করে,
মনের জানালায় স্মৃতিগুলি তাইতো উকি মারে


সে তো এখন  থাকে আমার,শ্পর্শের অনেক বাইরে।
শত চেষ্টায় তাকে ছোঁয়ার কোন উপায় নেই যে!


মনটা তবু বারে বারে তার ছবি আঁকে,
জানি নাতো সে যে আজ থাকে কোন বাঁকে!


দিন যায় মাস যায় পাইনা যে তাঁর দেখা
স্মৃতিগুলি বয়ে বেড়ায় শুধুই আমি একা।


একা একাই সহে যাবো সকল দুঃখ ব্যথা!
সুনবে না আর এই জীবনে আমার কোন কথা!!