শব্দগুলো প্রলম্বিত তমসার নিদ্রাহীন আঁখি,
অন্তহীন আঁধারের অবগাহনে, অনিশ্চয়তায় ব্যাকুল।
সে যেন অনন্তকাল প্রতীক্ষায় তোমার সূর্যোদয়ের,
ওষ্ঠে মরুভূমি, আকণ্ঠ খরা নিয়ে, আলোকে আকুল।


হাত-চিঠি ফিরে গেলে, কঠিন পাথরে মাথা গোঁজে রাত,
নিশ্চুপ নীরবতা - সময়ের পেণ্ডুলামে হাতুড়ির হাত।