এ এক অন্য ছুটি
নিজের ইচ্ছায় নয়।
পাহাড় বা সমুদ্র কে
নিজের মতো করে পাওয়ার,
অথবা আলস্যে প্রলম্বিত রাতে
রঙিন অলীক স্বপ্ন বাঁধার
অবকাশ নয়।  


যেখানে অনিশ্চয়তা , ভয়
বাদুড়ের ডানায় রাখে অন্ধকার,
ফুরতে থাকা রসদে, নিরুপায়ের  
চোরা বালিতে হারিয়ে যাওয়ার চিৎকার।  
এ ছুটিতে , অলিখিত কার্ফিউর নিঃশব্দ গুলি,
অদৃশ্য বিষ চারিদিকে,
মৃত্যুর দূত কখনো নিজেরই কেউ
দাঁড়িয়ে নির্বিকার।


কান্না-
তবু সমব্যাথী দূরে,
আরও দূরে  
কবর আর চিতার গোপন সমাহার।