দিগ্ভ্রান্ত নাবিক আমি এক
গহন সমুদ্রে একাকী।
ধ্রবতারা নও তুমি বুঝেছি যখন,
সমুদ্র গহন তখন
আরও


কত দূরে আছে সেই কুল
জানা নেই।
মায়াবী সে
কোমল তরু ঘন ছায়া,
শীতল দীঘি জুড়ে
বাতাসের শির শিরে ঢেউ,
মিষ্টি সে অলস দুপুরে
আমের মুকুলের ঘ্রান,
তার পাশে মাথা রেখে
স্বপ্নতে ভেসে যাবো
থাকবে না কোনো পিছু টান।


বাতাস প্রতিকূল
চেয়েও বাড়ে না গতি
দিগন্তে বিলীন যেন সময়।
শক্ত চোয়াল
থর থর করে কাঁপে জাহাজ,
তরঙ্গ সংকুল পথ
ঘন কালো।


মুচড়িয়ে উঠে
স্বপ্ন ভঙ্গের যন্ত্রনা-
সমুদ্র গাঢ় নীল


মরীচিকা