কেমন হ’লে তুমি আমায় আপন করে ভাবতে
কেমন হ’লে তুমি আমায় আপন মনে রাখতে।
কেমন হ’লে তুমি আমায় হাজার কাজের মাঝে
আনমনা মন করতে স্মরণ সকাল থেকে সাঁঝে।


কেমন হ’লে চাইলে হতাম ইচ্ছামতি নদী
আমার শুধু আমার জন্যে উজান হতে যদি।
কেমন হ’লে আগল খুলে হতে পাগল হাওয়া
বাঁধন ছিঁড়ে নিরুদ্দেশে সঙ্গে হারিয়ে যাওয়া।


কেমন হ’লে আমি তোমার নিদ্রাবিহীন আঁখি
ক্লান্তি শেষের রাত্রি তোমার স্বপ্ন দিয়ে ঢাকি।
কেমন হ’লে আমি তোমার ভোরের প্রথম আলো
আলতো গায়ে জড়িয়ে তোমায় বাসতে পারি ভালো।


কেমন হ’লে আমি তোমার জ্যৈষ্ঠ শেষের বৃষ্টি
আকাশ তলে আবাহনী অঝোর ঝরে মিষ্টি।
কেমন হ’লে আমি তোমার  কৃষ্ণচূড়ার  আগুন
আঁধার শীতল বদ্ধ হৃদয়ে স্পর্শে যেন ফাগুন।


খুঁজছি তোমার ঘরের দুয়ার কুয়াশা তে ঢাকা
স্বপ্নে শুধু পেয়েছি সে পথ রামধনু তে আঁকা।