পেরিয়ে যাও নি তুমি সবুজ উপত্যকা,
তাই হলুদ সুতোয় যখন গাঁথছ কাব্যমালা
হয়তো সদ্য পিচঢালা রাস্তার স্মৃতি
আঁকড়ে রয়েছে পায়ের নীচে।
তোমার আঁকা মেঘ ধুয়ে ফেলছে
পোড়া, উপচে পড়া অন্ধকার।
তুমি পেরিয়ে যাচ্ছ চৌকাঠ।
বাউল একতারায় উদাসী পৃথিবীর গান
খোলা আকাশের নীচে দ্রবীভুত আবার
সবুজের ডাকে। গিটারে এনহেদুয়ানার সুর
নদীর উছ্বাসে ভেসে যায় শব, রাতের কান্না,
নীল চন্দ্রিমা।


ঘাটে উঠে আসে সিক্তবসনা নারী,
সাবানের বিজ্ঞাপনের ফেনিল সুবাস।
ইভের শরীরী স্থাপত্য জেগে ওঠে
যেন প্রেমের মন্বন্তরে।
কামুক হৃদয় পেলে একটা বৃষ্টি
উর্বর ভূমিতে ভেঙে যায় সুপ্তবীজের ঘুম।
তোমার হলুদ সুতো ক্রমশ কেমন
গোলাপি থেকে
হয়ে যায় লাল কুম-কুম।