আমি তখন বিবর্ণ হলুদ পৃথিবীর পথে
শেষ পত্রটুকুও ঝরে যেতে দেখি;
সে যে কোথাও এমন শূন্যসার হয়ে যায়
ভাবিনি কখনও।
বিধ্বস্ত বুকে উল্কার ছবি আঁকো তুমি,
রক্তপঞ্জরে শূন্যতার প্রতিধ্বনি।


মুঠোফোনে আমার শেষ শব্দট্রেন
ট্র্যাকের নীরবতা গায়ে
রেখে এলো ফুসফুসের শেষ বিন্দু শ্বাস।
দ্বন্দ্বের বুকে খঞ্জর টানি, বন্ধ করি দরজা।


জানে এ মৃত্যু-শহর,
স্বপ্নছত্রাক কেমন পেরোয় অন্ধকার!
তবু একবার যদি ভাঙতে নীরবতা,
মারিয়ানা ট্রেঞ্চ থেকে উঠে এসে
আরেকটা বসন্তের জন্য
পেরিয়ে যেতাম
এমন আরও সাতটা নীল সমুদ্র।