পরিত্যক্ত সমুদ্র বাতি জ্বলে ওঠে সময় হলেই।  
কেউ প্রতীক্ষায় নেই বন্দরে।
তবু সে জ্বলে,
পুড়ে যায়,
অঙ্গারে লুকানো থাকে শেষ বিন্দু শ্বাস,
হাওয়ায় হাওয়ায় ধরে রাখে বিষাদব্যথা,
ঘন নীল সমুদ্র বুকে।

ভাঙ্গন খুঁজে নেয় অরক্ষিত দুর্বল জমি।  
বসন্তের রঙে কোন সে মাদকতা মেশে যে রক্তে,
উত্তাল নিউরন বিভ্রান্ত পথের বাঁকে
কক্ষচ্যুত, অভিমানে ঝড় তুলে দিশাহীন,
মৃত্যুর আঙিনায় ফেলে আসা পথের
মরীচিকা মাপে।  


আপন অস্তিত্বের পাহাড় কে সরিয়ে রেখে
টেটোনিক প্লেট দুটো আরও ধীরে মিলে যেত যদি
পম্পেই খুঁজে পাওয়া যেত,
অবিচ্ছিন্ন যুগলের বুকে থেকে যেত ঝর্ণা, সবুজ ঘাস।  
হায়, ভিসুভিয়াস,
তোমার কপালে লেখা আছে শুধুই দীর্ঘশ্বাস!