অপেক্ষা করেছি
রাত বারো টা বাজার।
তোমার ব্যাস্ত জীবনে
হয়তো এবার সময় হবে
শব্দ মালায় সাজিয়ে
শুভেচ্ছা জানাবার


নব বর্ষের চৌকাঠে
দাড়িঁয়ে থেকেছি অনেক্ ক্ষণ
তোমার অপেক্ষায়
এই এলে বুঝি -
রাত ভোর হয়ে সকাল এলো
বিবর্ণ কুয়াশায়।  


কেন পায়নি তোমায়?
পাখিরা ডাকেনি আজ,
ফুলেরা ও ঘুমিয়ে থেকেছে।  
বুনতে বুনতে জাল
স্বপ্নেরা থেকেছে  অপূর্ণ
রঙিন সুতোর শূন্যতায়।  
প্রতীক্ষার মুহূর্তগুলো জমতে জমতে
কালো পাহাড়ের মতো খাঁড়া


তবে কি ছিল না ভালোবাসা ?
নাকি আশায় বাঁধা বাসায়
ছিল ভুল।
ভালোবাসায় চেও না কিছু
শুধু দিয়ে যাও,
এমনটা শুনেছি ঠিক
কিন্তু পেরেছি কই ?


মেঘ জুড়ে আকাশ,
কুয়াশা জমে পাথর এখন,
সময় হারিয়ে গতি
আটকে ভাবনায়।  
বুকের মোচড়ানো ব্যাথ্যা
অশ্রু হয়ে ঝরছে -
কিন্তু মুক্তি পাবে কি?


তা না পাক।
ভালোবাসি এটাই কি সব নয় ?
নাই বা বুঝলে তুমি  -
আজ এই অশ্রু ধারায়
মনের প্রথম আলোয়
আমার নববর্ষে
গোপনে উঠছে রামধনু