কোন সীমারেখা ?
বিহঙ্গের পাখায় উড়িয়ে দেব স্বপ্ন শুধু ?
আর ডুব দিয়ে পানকৌড়ি খুঁজে খাবে পাঁক
নন্দন সরোবরে !


মস্তিকের ডাইনে অবারিত মাঠ।
শালিখেরা খুঁটে খাক ধান,
সীমান্ত প্রহরী বাম থেকে গলিও না নাক।


ফিরে ফিরে সেই পুরোনো এক সুর
প্রাচীন গুহা-মানবের সন্দিহান চোখ -
এখনও!
উদ্যত বর্শার ফলা !


তোমার আরও তো সত্ত্বা ছিল।
মুছে যায় কেন বিভাজনের রক্ত হোলিতে
বসন্তের সৃজন-রং !
কেন এত অন্ধকার মাখো ?


ভাঙাগড়া পথে সিঁড়ি বেয়ে
অনেকটা পথ তো এলে,
তোমার শিকড় রসে যে স্বাদ নেই,
নিতে না পারো, পড়ে থাক পেয়ালায়
অনায়াসে দূর ক'রে রাখো।


গাঢ় হচ্ছে স্রোতোস্বিনী আরও
সময়ের ধুলো মেখে,
নিয়ে আরেকটু ঘ্ৰাণ পৃথিবীর।
আহা, যখন ফুল হয়ে ফুটছে চেতনা
কে ভেবেছে তখন দাঁড়িয়ে কোথায়
অনুভূতির কোথাও কখনও ছিল কি সীমানা !