আমি গোলাপ বাগান দেখি মোহে, বিস্ময়ে !  
কাঁটায় রক্ত ঝরাই এখনও।
বিষিয়ে উঠা ক্ষতে সুষুম্না কাণ্ড ধরে  
ব্যথায় ঝন ঝন করে ওঠে মস্তিস্ক আমার।
নীল সাগরে তবু গোপনে পদ্ম ফোঁটে,
কি নিষ্ঠুর উল্লাসে খেলা করে নিয়ে
ঝরে পড়া প্রেমোজ্জ্বল মুক্ত দানা-  
লবণাক্ত বারি !


পিছনে পড়ে আছে গোরস্থান।
দাফন করেছি কত
পচা গলা মুহূর্ত ঢাকা, পুষ্প সজ্জিত স্বপ্ন;
অকালে মৃত্যুর যন্ত্রনা নিয়ে,
নিশি হয়ে ডেকে গেছে যারা, নিশুতি রাতে
কতকাল !
তারাও ঘুমিয়ে পড়েছিল কবরের পাশে।


আজ ছুঁয়ে গেল হাত
বরফের শীতলতায় বিবর্ণ দেহ এক
আড়ষ্ট - নীল,
অতীত খুঁজে পাওয়া চিঠি।