কণ্টকাকীর্ণ পথ বা অথৈ সমুদ্র
কি রাখবে সামনে ?
সামনে থেকে দাগবে কামান
নাকি গরিলা যুদ্ধে অতর্কিত হামলা -
কি আছে মনে ?
আমার রাতের ঘুম, পায়ের নীচে মাটি
কাড়ছ ? কাড় -
কি ভাবছো ? হারিয়ে যাবো ?
অন্ধকার বড্ড বেশি গাঢ় ?
আমি গড়িয়ে পড়লেও
সূর্য কাঁধে নিয়ে পাহাড়ে উঠেছি বহুবার,
ডুবতে ডুবতে সাঁতরেছি নদী।
আমার ঝরা রক্তের পথে হাঁটো যদি
পাবে নিঃশ্বাসে দুলছে এখনো পতাকা আমার।
তাই ঝড়ে নেই ভয় -
আসুক, যত আছে আসবার
আমার প্রাণের শেষ বিন্দুতেও
যুদ্ধের রেখেছি অঙ্গীকার।