ও বুঝি এমনি আসে, এমনি যায়
কোন খেয়ালে ?
কি নিয়ে যায় সঙ্গে শেষে
কি ছিল তার অভিপ্রায় ?


হয় তো তার যায়নি কিছুই
চঞ্চলা মন!
খোলা চুলের মিষ্টি সুবাস,
ঝিলিক চোখ অন্ধকারে,  
বিষাদ মনে হঠাৎ আগুন
ছড়িয়ে গেল।


তার যে ইচ্ছে হল
আর বুঝি নেইকো  কারণ


বাউন্ডুলে
ভেজায় মাটি,
ফাটা বুকে মিষ্টি বাতাস,
মৃতপ্রায় স্বপ্ন গুলোর  
আবারও প্রাণ ভরে শ্বাস,
জীবনকে চড়িয়ে দোলায়
হঠাৎই হারিয়ে যাবে


হয়তো ওর যায় না কিছুই,
কারো তো যাচ্ছে ভীষণ !
এটা ও বুঝবে কখন?