কি লিখবো নিজেকে ?
এখনো তাকিয়ে আছে অজস্র মুখ;
ওরা গোপনে আমার উপর ফেলে যায় জঞ্জাল।
ওদের যন্ত্রনা, ওদের আশা আকাঙ্ক্ষা, ওদের হতাশার সামনে
আমি অতিমানব হয়ে উঠতে পারিনি।
ওরা বুঝতে চায় না,
আমার স্বাধীনতার পরিসীমা অনন্ত নয়।
ঘরে বাইরে লক্ষণের মতো গণ্ডি কেটে দেয় কেউ,
রাবনের অসীম শক্তি নিয়ে কেউ অপেক্ষায়,
সীতা অপহৃত হলে নিতে হবে দায়ভার।
একা এ যুদ্ধ ক্ষেত্রে, যদি এক কৃষ্ণ থাকতো আমার !
চেয়ে দেখুক ওরা -
আমার ক্ষতবিক্ষত দেহ, রক্তাক্ত রণাঙ্গন,
আমার গোপন অশ্রু।
অলিখিত নির্দেশ - ভাঙলে চলবে না।      
খুঁজে চলি পথ - যদি কোনভাবে বিবর্ণ ক্যানভাসে কোনো
কারো ক্ষমাহীন চোখে ভরে দিতে পারি রঙ !
বাকি টুকু প্রাপ্য আমার - আমার ব্যর্থতার।!