ভোরের পাখি যাওনা ডাকি
ঘুমিয়ে তুমি রইবে কত?
রক্ত নেশায় মত্ত হয়ে
মানুষ যে আজ যুদ্ধেরত ।
রক্ত দিয়ে খেলছে দেখ
সেবক সাজে নরক পিশাচ,
বুলেট বোমায় মারছে মানুষ
করছে ভারী শুদ্ধ বাতাস।
মহান সেবক নয়তো এরা
মুখোষধারী সিমার পাষাণ,
আড়াল থেকে যাচ্ছে চিড়ে
লাল সবুজে তৈরী নিশান।
ভোরের পাখি জাগবে কবে?
আমরা চেয়ে তোমার পানে,
ভোরের 'রবী" আনবে কবে?
অগ্নিবীণার সূরের টানে।