অবাক করা, সভ্য জাতি
পাপে ভরা, দিবা রাতি।
শিক্ষা নিয়ে, ভিক্ষা করে
অন্ধ হয়ে, হাতটি বাড়ে।
জুলুম করে, লজ্জা ছাড়ে
দম্ভ ভরে ,প্রাসাদ গড়ে।
জীবন চলে, রঙীন তালে
পশুর পালে ,চলছে দলে।
রঙিণ নেশা, মরণ পেশা
পায়না দিশা, রক্ত চোষা।
ঘুষের টাকা, রক্তে মাখা
হৃদয় ফাকা, চক্ষু ঢাঁকা।
গরীব মারে,অর্থ কাড়ে
বিবেকটারে অন্ধ করে।
আজব জাতি, পাপের সাথী
ছন্দে মাতি দিন কে রাতি।