আজও এ রাতি,জ্বেলেছ বাতি
প্রিয়তমা মম প্রাণ,
এখনো বাতাস বহে গো সুভাস
নববধূরও ঘ্রাণ।
প্রথমও ছোয়ায়,আজও এ বেলায়
মনে পড়ে শিহরণ,
ফুলেরও বুকে,উড়ে গো সুখে
ভ্রমরেরও বিচরণ ।
আবেগী প্রেমে স্মৃতিরও খামে
মধুময় কত রাত,
কেটেছি দুজন,কত যে আপন
হাতে নিয়ে দুটি হাত।
বাদলও দিনে,তোমারই টানে
ছূটে গেছি কত দিন,
দু হাতে বাড়ি,রাখিতে জড়ি
মেটাতে প্রেমেরও ঋণ।
আজি মম ভোর ,আঁখি জলে তোর
বিরহে কাটায় শোন,
প্রিয়তমা বউ, তুই ছাড়া কেউ
নাহি রে আপনজন।
আয় ফিরে আয়, বুক ফেটে যায়
সহে না ত ব্যথা আর,
নববধূ সাজ, অভিমানী আজ
ইতিহাস গড়িবার ।