থমকিত চমকিত জীবনের রাত্রী
বঞ্চনা গঞ্জনা মরণের মৈত্রী
লাঞ্চনা চিরচেনা বিপথের যাত্রী;
ছুটে চলা আলো খেলা নয় খরা চৈত্রী।
নিন্দিত নন্দিত জীবনের অধ্যায়;
চিন্তিত বিস্মিত মরনের ও শয্যায়।
সজ্জিত সঞ্চিত মহা পাপ সম্পদ
লজ্জিত বর্জিত অভিশাপ; নিষ্পদ।
সহসায় বুকে ঠায় আসমানী নূরটা;
নত নাই মম তাই, উচু করি শির টা।
ফিরে তাই এ বেলায় করি যাই যুদ্ধ;
পাশে চাই আয়নায়; ভাঙ্গি অবরুদ্ধ ।
কল্পিত কাংখিত জীবনের গল্প;
করি ব্রত জাগ্রত পথ নহে অল্প।
কাধে যার মহাভার ঈমাণের সম্বল;
দূর্বার গতি তার; মহাবীর চঞ্চল।
নাহি ডর থরথর বৈশাখী বাঁজকে
বালুচর নিয়ে গড় খেলাফাত আজকে ।
কালেমার পতাকার বিজয়ের ডাক শোন
তবে আর মিছে কার, পিছু টান নাই কোন।