আজ,
বলি অনুবাদের অন্তর্বেদন,
গোপন অনুভূতির অভিব্যক্তি।
এখন,
দেখি স্বপ্নের গুছানো ভবিষ্যত,
সাজানো জীবনের আয়নাতে।


যখন,
বুঝি সময়ের অগ্রসরমান  সুখ,
নিয়ন্ত্রিত কামনার মূল্যবিচারেতে।
তখন,
দেখি সুখের উদ্বিগ্ন বিশ্বভুবন
লুকানো আশার আড়ালে।


যখন,
লিখি মনের এলোমেলো  কবিতা,
ঝাপটানো হৃদয়ের আনন্দাতে।
তখন,
লিখি ভালোবাসার অলংকৃত পুঁথি,
নিয়তির আবছা অভিলাষতে।


যখন,
চাই ঈশ্বরের অশেষ আশীর্বাদ
ধর্মাখেত্রের সন্নিহিত ঠিকানাতে।
তখন,
বুঝি সংকলিত কর্মের হিসাব,
নিহিত ধর্মের আধৃত নিয়তি।


আজ,
ভাভি অবশেষে বারি বারি,
হবো কি অন্তে একটু কবি।।


.........(For better understanding please use Google Translate and convert the poem to English, para by para.
Sorry for tough words but it beautifies the poem)......