সূর্যাস্তের গোধুলীতে হারিয়ে যাবো,
আসবে না আর ঊষা,
হয়ত ভাববে তুমি কখনো, খুজবে ঠিকানা,
হয়ত দেখবে আমার দেয়াল, করবে আলোচনা,
হয়ত আমায় পড়বে মনে, ছিলাম চিরচেনা...।


জানি না কেনো এমন হয়,
কেনো আমি পথহারা,
কেনো এ মায়ার বনে মায়াহীন,
কেনো যে দিশেহারা...
হয়ত তাকাবে ঐ আকাশ পানে, খুজবে নীলিমা,
যেথায় তোমায় নিয়ে গেয়েছিলাম গান,
আর লিখেছিলাম কবিতা..।।


জানি না কেনো পথ আজ হারালাম,
জীবনের এই প্রান্তে কেন উরাল দিলাম
কেনো বল্লাম বাসি না ভালো আমিম
কেনো চাইলাম না ঐ চোখের তারায়,
কেনো ধরলাম না তোমার হাত...
কেনো ......??


হয়ত কাদবে বেশি, পারবে না ভূলতে,
হয়ত চাইছো যা পারবো না দিতে,
হয়ত মনের কোনে লুকানো মেঘ,
ঝরনা হয়ে অঝরে ঝরবে ...
তাইতো আমি নেই, উরেছি আজ,
.........উরালপংখী হয়ে ।।