আজও শহরে নিজেকে নতুন লাগে
পুরানো নই কোথায়ও
পুরানো হই যেথায় পথ চিনি তার।
পথহারা পথিকের দল মানব জাতী।
মানব সভ্যতা ঠিকানা হারিয়ে মাতৃগর্ভের
শহর নগর বন্দরে হতে চায় পুরান
তবুও আমরা নতুন, যুগ যুগ ধরে পৃথিবীর পথে।