মন কখনো বৃষ্টি হয়ে নামে চোখের কোণে,
কখনো আগুন হয়ে জ্বলে চুপচাপ ক্ষণে।
কখনো সে হারায় অনির্বচনীয় টানে,
আবার খুঁজে ফেরে নিজেকে এক নির্জনে।

            —০—০—০—০—০—