"বসন্তের আহ্বান"

বাতাসে ভাসে কাঁচা আমের গন্ধ,
পলাশের ডালে রঙ ছড়ায় অগ্নিস্নান।
কোকিলের কণ্ঠে জেগে ওঠে গোপন সুর,
বসন্ত আসে মাটির বুকে নীরব গান।

শিমুলের রক্তিম শিখা দোল খায় হাওয়ায়,
আকাশ জুড়ে রঙিন মেঘের আলপনা।
প্রেমের পালক উড়ে চলে দূর দিগন্তে,
হৃদয়ের আঙিনায় বুনে যায় কবিতার বুনন।

মাধবীর সুবাসে ঝরে পড়ে আগুনঝরা বিকেল,
রোদ্দুরে মিশে যায় স্বপ্নের মধুমাস।
বসন্ত মানে শুধু ফুল নয়,
এ তো হৃদয়ের ভাঙা গিটারের গোপন রাগ।

এসো, বসন্তের ডাকে খুলে দেই মনের দুয়ার,
যেখানে ভালোবাসা আর বেঁচে থাকার গল্প
একসাথে ফুটে থাকে—
পলাশের পাঁপড়ির মতো উদ্ভাসিত।