একদিন মায়ার দুনিয়া ছেড়ে
চলে যাবো অচেনা দেশে,
সোনার প্রাসাদ, রূপার ভাণ্ডার—
থাকবে পড়ে ধুলোয় মেশে।
হীরার মুকুট, মানিকের আলো,
সঙ্গী হবে না একটিও সে খানে,
শুধু কর্মের পাল তুলে আমি
ভাসবো একা মৃত্যুপথে।
কি জমালে হৃদয়ের খাতায়?
ভালোবাসা, দয়া, নাকি পাপ?
ওপারে খাবার মিলবে কি,
যদি দুঃখ দিয়েছো নির্বিকার?
সংগ্রহ করো নেক আমল,
প্রেম আর সত্য রাখো প্রাণে,
মায়ার পৃথিবী মিছে বিলাস—
সত্যের স্রোতে বাঁচো টানে।