কোথায় থোকা থোকা স্বপ্ন আমাকে জাগিয়ে রাখে-
কুহক দ্বীপ আমার মাথায় বন্দী থেকে থেকে
কিভাবে আমাকে বাস্তবতায় ছুড়ে ফেলে,
আমার জানবার ছিল।


তুমি-
চিরকালের মত হারিয়ে যাবার আগে
জানিয়ে যেও কি দুঃখের বিলাসে তুমি ছায়া হলে
আলোময় পৃথিবী কিভাবে ভুলে গেলো তোমার ছায়া।
অস্বীকৃতি জানালে শব্দের নৈশব্দে, বলো-
অস্তিত্ত্বের প্রশ্নে আমি এও কি পারি ?


শোনো,
আমি তোমার সাথে কথা বলতে এতদূর এলাম।
আমার প্রিয় অন্ধকার, স্মৃতিতে নিকষ গলির
শোকগাথা আজ মৌলিক কাব্যানুভুতি।
তোমাকে জানাবার ছিল।