ধীরে ধীরে গান পোহালে গান তো ফুরোয়, যে রাত ধরে রাখে গান, সেই রাতের তলানীতে জমে নির্ঘুম স্বপ্ন। আদি ভৌতিক কোলাহলে কোথায় থোকা থোকা ফুল, আমি সারা রাত খুঁজে ফিরি।


গান শোনানো ঘুম ভাঙ্গানো দূরে, জ্বলতে থাকা তারা-
সাড়া বেলা ক্লান্তি ছড়ায়, জরায় জ্বলে ভ্রান্তিবিলাস।
দৃষ্টি থাকে স্বপ্নসীমায়, একটা পাখি-রক্তপলাশ-
চোখ জুড়ানো মন থামানো সুরে, জমিন পোড়ায় খরা।


ক্রমশ পোহালে রাত, রাত তো ফুরোয়, যে সময় ধরে রাখে রাত, সেই সময়ের তলানীতে জমে হাহাকার। জীবন বাস্তবতার আকীর্ন ভিড়ে উল্লেখিত তুমি,
আমি সাড়া রাত খুঁজে মরি।