ডুব দিয়ে যাই, খুব করে পাই, যাকে নোলক দেব বলে, মন চেয়েছে।
এমনি করে ভাবনা ভাসাই, জল ছাড়া সেই দূর অতলে, মন চেয়েছে।
মন চেয়েছে, চাইলে পারো ইচ্ছে জড়ো করতে ভীষণ
মন ছুয়েছে, তাইতো কাঁপন অনিচ্ছেতেও কান্না মতন।
শাপলা ফুলের বিলটা দুলে, দোল কমেছে শাপলা ফুলে
দূর অতীতের স্বপ্ন চোখে, চোখ দেখেনা মানুষটাকে,
মন ছুয়েছে, তাইতো কাঁপন অনিচ্ছেতেও কান্না মতন।
এই আকাশে একলা তারা, ক্লান্ত রাতের ভোর হবে কি ?
খুব করে চাই, মন ভাবে তাই, এই ভেবে হই নিদ্রাহারা।