কে জেনেছিল কবে নদীকে এইভাবে কোনকালে ?
কে জেনেছিল দুঃখ এলে নদীও কাঁদে
ডুকরে উঠে, অভিমান করে, বাড়ি ছেড়ে যায় ?
নদীও ভীষণ দীর্ঘ হলো, রতিক্লান্ত নদী-
আরও কত কত পথ তোর পেরোনো বাকি !
আর কেইবা জেনেছিল ক্লান্তি এলে নদীও জিরোয়।
এক কারিগর শহরের নাং হলে, বিবাহযোগ্য নদী
ঈশা খাঁর ছাদে বয়ে যায়। কোথাও আত্মাহুতি হলে
নদীও ভীষন কাঁদে।
নদী হতে পারত বহুগামী রাস্তা, বা লম্পট আকাশ।
নদী হতে পারত ভীষণ এক ঝড়ের সাথী
তবু, জীবন হয়ে অনাদিকাল, নদী হয়ে থাকে
জীবনের অর্থহীন কথামালা।
তবু নদী হয়ে যায় বিভুইয়ের সুখের স্মৃতির মত
এমনকি-
তোমার মত, এক দীর্ঘ দীর্ঘ সত্য।


https://www.facebook.com/groups/Odekhaghashful/