আপাতত আমি নির্বাসনে গেলাম, কারও কাছে কোন দেনা নেই, পাওনা নেই। অবশেষে প্রমাণিত হলো সবকিছু নিরর্থক। সবুজ পায়রার হৃৎপিন্ড চিবিয়ে খেয়ে, ঠিক বছর পর আমি আত্মহত্যা করে যাবো। আমাকে ভর করে আছে সুনীল সাইফুল্লাহ'র ভূত। নায়ালিজম এক দুর্দান্ত খেয়াল, আমি অযথাই হাতড়ে বেরাই এলপিস এর ঠিকানা, প্যান্ডোরার বাক্স কবে হারিয়ে গেছে !


বাতাসে ঝড় তোলা ঘূর্নি এলে আমাকে বুঝতে পেরেছিল কেবল আমার ছায়া, জীবনময় নিরক্ষরেখা ধরে ঘুরতে ঘুরতে সেও উধাও।


কোন ঘ্রাণ নাই ফুলে, ছিল কি কখনও?
এখন তাকেও ঘিরে রাখে শঙ্খচূড়ের বিষ।
ফসলের শীষ - সম্ভাবনার ফুল, অন্ধ সময়ে এসে
................কি নির্ভাবনার আলো আলো নদী
বেসে কি নিদারুণ ভালো-
................গেল সব ভেসে।


দেখা হবে যবের দানা শুকোলে মাঠে, টাটকা শিশির ছুয়ে হেটে গেলে একা একা
নরম কাদার উপর আমার চিহ্ন রেখে, আমি জেনে যাই, কি ভীষণ একা !
আমি কি ভীষণ একা।


আপাতত, কেউ জানেনি কি মানুষকে সবথেকে অসুখী করে। তার খোঁজে আমি নির্বাসনে গেলাম। সূর্যভোর ছাড়া কখনও কি আর ফেরা হবে ?