অশান্ত এই মন শান্তি পেতে চায়
শূন্য এ দৃষ্টি প্রাণ পেতে চায়
ব্যস্ত এ জীবন শৈশবে ফিরে যেতে চায়
স্থির এ নয়ন আবার স্বপ্ন দেখিতে চায়
অপূর্ণ এ জীবন পূর্ণতা পেতে চায়
তবু, অভিশপ্ত জীবন অভিমানী হয়ে বয়ে যায়।


জীর্ণ মা ছেলের মুখে হাঁসি দেখিতে চায়
ক্ষুধার্ত শিশু দুমুঠো কিছু খেতে চায়
অনাহারী বাবা পরিবারের আহার খুঁজিতে যায়
লজ্জিত এ জীবন অপরাধ বোধ থেকে বাঁচতে চায়
অশান্ত এই মন শান্তনা পেতে চায়।