এই দেশের মাটিতে ঘামের সুগন্ধ,
মিশে আছে ত্যাগের যত রক্ত র্চুণ।
কিভাবে লিখবো কালির কলমে,
তাই লিখেছি বাংলার র্বণ।
অনণ্য আমার দেশ, র্গবে অসমতুল্য
উচিয়ে থাকে ঝান্ডা, সবুজের সূর্য
কোন মন্থর করবোনা, প্রতিঙ্গাপন
করবো ছাটাই দুস্কৃৃতিকর,
মন্ধ কথার মন্ধ বালাই,
মাটির র্চুণ হয়ে ফলবে ফসল
বীরুত্তের বড়াই ।