স্বপনের নিশা রানী, ভালোবাসি কতখানি,
বুঝবে তখনি, যখন হৃদয় দিবে হাতছানি ।
কচি পাতার ঝির ঝির র্নিমল আহবানে,
অতুল র্স্পশে মুগ্ধ হৃদয় ছুয়ে ছুয়ে যাবে ।
প্রকৃতির মায়া ভরা সুরে নিয়ে যাবে বহুদুর,
ভুলে যাবে দুঃখ বেদনার যত করুন সুর ।
র্ঝনার মত ঝরবে অফুরান্ত ভালোবাসার ঢল,
র্বষায় ভিজে প্রেম নিবে খুজে হৃদয়ের স্থল ।
পৌষের সকাল হবে সিতল কুঁয়াশায় ঢাকা,
কিরণ দিবে এক নতুন অমলিন ভালোবাসা ।
নয়নের জলে ভেজা আমার হৃদয়ের আহূতী,
প্রহরের র্প্রাথনায় তোমাকে চাওয়ার অনুভুতি ।
আশার আলোয় রেখে যাবে বেকুলতার ছায়া,
বসন্তের সকল পুস্পে তোমার সুবাসের ছোয়া ।