রসগোল্লা  রসের হাড়ি
রসের  নেশায়  ঘুরে  মৌ ।
রসে ভরা মুখটি তোমার
যেন  সূর্য মুখি ফুল ।
হাসিতে তোমার  মুক্তা ঝরে  ।
মিষ্টি সুরে কথা  কও।  
পাড়া প্রতিবেশী শুনে  সবাই
বুঝলোনা  কেউ ।
চাঁদের মুখে শুকনো হাসি
জানালোনা  কেউ ।
তাহার পিছু  ছুটলো সবাই
তোমার  
খোঁজ রাখেনা কেউ।
বন্ধু  সজন আছে বারোজন ।
থাকো আনন্দে ফুর্তিতে ।
বনভোজন আর আনন্দ ভ্রমণ
নেই তোমার কোন জুড়ি ।
সুখের নিদ্রায় গুরো তুমি ,
দেশ-বিদেশ আর বাড়ি ।