পাখি গুলো অন্য খুঁজে যখন থাকে না
বিদ্যালয়ে বাচ্চা দের কোলাহল ।
নির চিন্তিতে খেয়ে যায় থাকে না কোন ভয় ।
বিরতি হলে কোথা থেকে  আসে কি ভাবে বুঝে তারা।
মাবুদ ছাড়া নাই কোন  কারিগর।


বুলবুলি ছানা গোলো মায়ের
আশেপাশে  কিচির মিচির করে ।
মায়ের ঠোঁটে খাবার পেলে
আয়েশ করে দিন যায় চলে।
শালিক পাখি উঁকি মারে এই বুঝি পেলাম মটরশুঁটি দানা।
মজা করে খেলামরে ভাই নেই কোন ভাবনা ।
এই শুনে বুলবুলি হেসে উঠে এই কি বলছিস ভাই ।
আমার যত খাদ্য আছে চিন্তার কিছু নাই
চুড়ো পাখি দূত ছুটে  ছোট খাদ্যের কনা আশায়।
যদি তা পায়-ই খুঁজে,
এক নিমিষেই খেয়ে উড়ে  দূর আকাশে উড়ে।