ফ্রি ফায়ারে মেতেছে
স্বর্ণালী কিশোর কিশোরীরা ।
স্কুল-কলেজ বন্ধ
করবে কি তাহারা ।
বই খাতা টেবিলে রেখে
দিচ্ছে  বসে আড্ডা   !
রাতের ঘুম হারাম করে
ফ্রি ফায়ারে মেতেছে তারা ।


ভোরের নয়
সকাল আটটায় নয় ,
ঘুম থেকে উঠছে
দুপুর বারোটা  টায় ।
এই বুঝি বাজলো
তাদের জীবনের ঘন্টা ?  


সোনামণি দের  ইচ্ছে
কবে খুলবে  বিদ্যাপীঠ ?
দেখা হবে বন্ধু বান্ধবের সাথে  "
প্রাণে পাবে ফাগুনের মাসের
নব বসন্তের ছোয়া ।
মনে হবে ফুল ফোটেছে গাছে
লাগবে মনে দোলা ।
প্রাণ  পাবে স্বস্তির নিঃশ্বাস ।
লেখা  পড়ায়
উচ্ছ্বাসে আর উদ্দীপনায়
কেটে যাবে  সারা বেলায়  ।