এসো সবে এক সাথে
হাতেতে হাত রেখে,
খুঁজে দেখি মানুষের কষ্টগুলো
কেমনে কোথায় লুকিয়ে থাকে গোপনে।
খুঁজে তারে বের করে নির্বাসন দেই,
আর যেন ফিরে আসতে না পারে।
সবাই যদি মোরা সবার তরে,
মুখে মুখে বলি শুধু,
কাজেতে কিছুই করিনা ।


লোভে ভরা মন সবার
সেবা করে সবার দৃষ্টি কাড়ে,
আড়ালে আড়ালে ভাবে অন্য কিছু।
স্বার্থ রয়েছে যেথায় সবার
স্বার্থ ছাড়া অনড় পদ ভার,
এ আচার বন্ধ করি।
সবাই মোরা এক আত্মা হয়ে
বাহ্যিক কাজ মনের সাথে করি সমন্বয়
এসো সবাই শান্তির পৃথিবী গড়ি ।