আমাদের বাচ্চু ভাই
_অধ্যক্ষ খান আখতার হোসেন


সেদিন আকাশে কোন মেঘ ছিলনা
ঝিরিঝিরি বৃষ্টির কোন শংকা নেই।
বসে আছি খোলা আকাশের নিচে
পাখিদের কিচির মিচির শব্দ সাথে
কিলবিল করছে একঝাঁক পঙ্গপাল
আমি ও বিল্লাহ চেয়ে আছি পথপানে
কখন আসবেন তিনি, বাঁজাবেন বাঁশি?


হঠাৎ বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, প্রবল বৃষ্টি
আমরা উঠে এলাম গোলপাতার ঘরে
সেখানেও টিপ টিপ টিপ টিপ টিপ...
আধাঁরে ছেয়ে গেলো পুরো এলাকা।


চাতক পাখির অপেক্ষায় পানি ঢেলে
শুভ্র পোষাকে মুড়ে এলেন অচেনা মুখ
চারদিকে ছড়িয়ে পড়ে প্রাণের জোয়ার
আনন্দে মুখরিত হয়ে ওঠে সাহিত্যাচার্য
হাসিমুখে তিনি সবকিছু শোনেন জানেন
এবং দৃপ্ত কণ্ঠে বলেন হৃদয়ের সব কথা।


সেই শুরু-
বয়রা সাহিত্য সংসদের ডানায় পথ চলি
ছায়ার মত আগলে রাখেন আমাদেরকে।
তিনি স্বপ্ন দেখান সুস্থ সাহিত্য বলয়ের
তিনি ভাবতে শেখান সাংগঠনিক চেতনা
তিনি ছড়িয়ে দেন অনাকাঙ্খিত আলোক
হিরক খচিত চিন্তা আসে বয়রা বইমেলা
যা চলছে আজও। চলবে অনন্তকাল ধরে।


তিনি আছেন সবার মাঝে স্বপ্নপ্রদীপ হয়ে
থাকবেন চিরদিন চেতনায় বাচ্চু ভাই হয়ে।


ঢাকা
১০/১০/১৮