এই শ্রাবণের চাওয়া
--
এই শ্রাবণে আমি ভেসে যাই
একটি কদম্ব রেণু পিছু পিছু ধায়
নেই পিছুটান, নেই খেই হারানোর ভয়।
অগোছালো সব নিয়মগুলো পড়ে থাক,
পড়ে থাক যত ছিলো দুঃখ সুখের জীবন কাব্য,
যত ছিলো হাসি আর অতল জলের আহ্বান রহস্যময়
অবগুণ্ঠনে ঢাকা,সবটুকু তার দিয়ে যাই উপহার নির্দ্বিধায়।
খাতাটি ছিলো পুরনো আর জীর্ণ,ওতে ছিলো পুরনো স্মৃতির ঘ্রাণ,
ওখানে লুকোনো ছিলো অনেক না বলা কথার ঈষৎ কুণ্ঠিত ইতিহাস।
ছিলো মান-অভিমান,ছিলো বোঝা না বোঝার দ্বিধাগ্রস্ত উপাখ্যান,
পৃথিবীর যত ছিলো রূপ-রস-গন্ধ,সব দখলে ছিলো তার।
নির্বাক কাব্য যত তার শ্রাবণ ধারায় মিশে একাকার হয়
কি করে পাষাণপুরে শীতল বিন্দু বারি ফোটাবে
নীলপদ্ম!বিষন্ন চাঁদের নায়ে ভেসে যায় হেসে
বিষন্ন জোছনা রাশি, বিষন্ন বদন তারাদের।
পড়ে থাক অপঠিত আমার কবিতা যত
যত ছিলো মুগ্ধ প্রহরে রচিত রচনা
ভেসে যাক শ্রাবণ ধারার জলে।
--২৫/০৬/২০১৯