আর জ্বলে কি
--
আর জ্বলে কি
জোনাক বনে!
মিটমিটিয়ে হাসে তারা
আর জ্বলে না
জোনাক বনে।
সন্ধ্যা যখন নামে
দীঘির ধারে
মিটিমিটি আর হাসে না
কেউ দেখে না
জোনাক বনে।
দীঘি হল মস্ত দালান
বনে হল প্রাসাদ
আলোর নাচন চারিপাশে,
জোনাক কোথায় গেল!
হারিয়ে গেছে বনের জোনাক
আর তো জ্বলে না,
উধাও হল বনসমেত
শূন্য বনের আসর,
থেমে থেমে কাঁদে একটি রাত।
১৪/০১/২২