আশির্বাদ
--
উৎসুক দৃষ্টি তোমার খুঁজে ফিরে কাঙ্ক্ষিত যত
প্রতিক্ষা তোমার হবে অবসান,
একদিন হবে তোমার নিশ্চিত, আরাধ্য যা কিছু তোমার।
সহস্র সূর্য তোমার আকাশে
অযুত চন্দ্র তোমার সকাশে,
অগ্নি থাকে না কেবল প্রকৃতির কাছে।
অগ্নি ছড়ায় বহ্নিতাপ
কখনও কারও চোখে,কারও হৃদয়ে
কখনও তার লেলিহান শিখা গ্রাস করে অনাচার।
তোমার হৃদয়ে প্রদীপ জ্বলে,
নিভৃতে ছড়ায় উত্তাপ দীন-হীন জনে
ছড়িয়ে যায় এক আকাশ ভালোবাসা অচিন প্রান্তরে।
তোমার ফাগুন দুর্বার,কৃষচূড়া আর শিমুল কেবল তো নয়
পৃথিবীর যত আছে ফুল সব তার অনুরাগে রঞ্জিত,
ঢেউয়ের মত অবিরাম ছুঁতে চাওয়া অতৃপ্ত বঞ্চিত প্রাণে।
কিঞ্চিৎ তার থাকে লেখনীতে,
ঢের বেশি থাকে লুকিয়ে প্রাণের গভীরে,
আশির্বাদে কাঁদে মমতার অন্তর।
সুখেরা নেমে আসে কাছে,
তুমি যাও পৃথিবীর কাছে
এখনও রয়ে গেছে ঢের কাজ বাকি।
সময় যখন হবে অসময়
অফুরন্ত অবকাশে একঘেয়ে ক্ষণ,
স্মৃতির পাতায় খুঁজে নিও সোনালী সময়ের চিহ্ন।
--২১/০১/২০২০