ডাক
--
যেন-বা ডাক শুনতে পাই,
ডাক আসে ওই
দূর অজানা রহস্যময় ওপার থেকে
ঝিম ধরানো অনুভূতি
জমে যাওয়া আত্মা
কারও শীতল ডাক শুনতে পায়।
হুঁইসেল বাজে
দূর সমুদ্রে চেয়ে
এবার নোঙর তোলার পালা -
কোথায় উড়িয়ে নিয়ে যাবে
যখন আমার সময়,
কেবলই হুঁইসেল বাজে অন্তঃপুরে,
ডাক শোনা যায় দূরে কোথাও।
টিমটিম জ্বলে সলতে ফুরোয়,
দমকা বাতাসে যেন নিভে যাবে,
ডানা ঝাপটে আহত পাখিটা
এবার মুখ থুবড়ে পড়ে
বধ্যভূমিতে।
০৩/০৫/২০