ঢেঁকি
---
ঢেঁকির ছন্দে অঙ্গ দোলে,
ঢকঢক করে শষ্য গিলে,
ঢেঁকির শব্দে পাড়া জাগে
সুগন্ধটা যায় ছড়িয়ে
যায় দূর, বহুদূর।
খোসা ছাড়ানোর এই বেলা
গল্পরসে ভরপুর মেলা,
পান সুপারী চুনের মিশেল
মন ভরে তাই সোহাগ রসে।
ঢেঁকিতে পুড়ে দেহের সঞ্চয়
তালে তালে উঠে নামে
লতার মতন দেহ,
ঢেঁকিতে পৃষ্ট কত চাপা ক্ষোভ
চালের পাত্র ভরে উঠে খুদ।
জীবন বাঁচাতে ঢেঁকি দোলে,
জীবনের যুদ্ধ চলে,
ঢেঁকির তালে বিশ্ব দোলে,
ঢেঁকিতে বধুর স্বপ্ন দোলে।
চাল ভাঙানোর কল এলে
হাসিখুশি হয় একাকার ,
কখন দানা হয়ে যে চাল
চুপিসারে কেউ না জানে।
মিলন মেলা ভাঙে কখন,
কলের মেশিন মুছায় স্বপ্ন
একটানা খোসা উড়ে,
যন্ত্র শুষে  জীবন রস।
পানসুপারী আর গল্পের আসর
ঝিম ধরা সব অবসর,
ঢেঁকি পড়ে থাকে নিঃসাড়,
অথবা কেবল স্মৃতির যাদুঘরে।
১০/০৮/২০