গ্রহণ
---
****
গ্রহণ লেগেছে চাঁদে
তামসী চঞ্চল নৃত্যে
নিশিকন্যা জাগে।
কপোলে কৃষ্ণ তিলক,
কুন্তলে অর্ণবমালা
দোলায় চিত্ত মাঝে।
করজোড়ে তৃষিত চাতক
শ্রাবণ অন্বেষায় মত্ত
নিশিভর অলক সুধা।
তুমি বিনে চাঁদ
তাইতো গ্রহন
নিবিড় অভ্র যথা।
ফিরে এস,ফিরে এস
চিত্ত তরঙ্গে ডোবে।
চাঁদের কলংক
উর্বশী গায়
মেঘ মল্লার রাগে।
উদাসী পৃথিবী আরও একাকী
ঝরে যখন একটি প্রসূণ
একাকী বৃত্ত মাঝে।
অসীম অম্বর মাঝে
শুধু একটি বিলাপ
একাকী ঝরায়
নীরব অশ্রুজল।
তারপর?
ক্লান্ত অবয়ব,স্থিত চৈতন্য
হারায় নিদ্রা প্রহরে।
চাঁদ ফিরে আসে
বিকিরত জ্যোতি আর
পূর্ণ পৃথিবী হাসে।
নিশিকন্যা স্বপ্ন চোখে
খুঁজে বেড়ায় একটি প্রদীপ
এপার ওপার, সমস্ততে
একটি আলো
সঙ্গী করে বহুদূর হাঁটবে বলে।